পুঁজিবাজারে তালিকাভূক্ত ব্র্যাক ব্যাংক পিএলসির চলতি ২০২৫ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচিত হিসাব বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকের নিট মুনাফা হয়েছে দেড় হাজার কোটি টাকার বেশি, যা দেশীয় মালিকানাধীন বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে এটিই সর্বপ্রথম রেকর্ড।
রবিবার (২৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ব্র্যাক ব্যাংকের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদন পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া গেছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম ৯ মাসে সম্মিলিতভাবে ব্র্যাক ব্যাংকের কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ হাজার ৫৩৫ কোটি ৮৬ লাখ টাকা। এই মুনাফা গত ২০২৪ পূর্ণ হিসাব বছরের অর্জিত মুনাফার চেয়েও বেশি। ২০২৪ হিসাব বছরে ব্যাংকের নিট মুনাফা হয়েছিল ১ হাজার ২২৯ কোটি ৬২ লাখ টাকা। আর ওই হিসাব বছরের প্রথম ৯ মাসের তুলনায় চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে ব্যাংকের মুনাফা বেড়েছে ৫২৫ কোটি ২৩ লাখ টাকা বা ৫১ দশমিক ৯৭ শতাংশ। গত বছরের প্রথম ৯ মাসে ব্যাংকের নিট মুনাফা হয়েছিল ১ হাজার ১০ কোটি ৬৩ লাখ টাকা।
এই বড় পরিমান মুনাফা অর্জনের মাধ্যমে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের সর্বোচ্চ মুনাফা অর্জনকারী স্থানীয় ব্যাংকে পরিণত হয়েছে। দেশে এখন পর্যন্ত একক বছরে সর্বোচ্চ মুনাফা করা ব্যাংক হলো যুক্তরাজ্য-ভিত্তিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ওই ব্যাংকটি ২০২৪ হিসাব বছরে ৩ হাজার ৩০০ কোটি টাকা মুনাফা করেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে ওই ব্যাংকটি দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়।
এদিকে, চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে ব্র্যাক ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৯ পয়সা। আগের বছরের একই সময়ে যা হয়েছিল ৪ টাকা ৩৭ পয়সা। আলোচিত ৯ মাসে ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬৩ টাকা ৩ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৪৪ টাকা ১ পয়সা। আর গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনওভিপিএস) হয়েছে ৫১ টাকা ৭৩ পয়সা। গত ৩১ ডিসেম্বর যা ছিল ৩৯ টাকা ৩৮ পয়সা।
ব্যাংকটির কর্মকর্তারা বলছেন, চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসের মুনাফায় এই প্রবৃদ্ধির পেছনে বিনিয়োগ আয় এবং সুদ আয়ের উল্লেখযোগ্য বৃদ্ধি বড় ভূমিকা রেখেছে।
এছাড়া, আলোচিত সময়ে ঋণের পোর্টফোলিও বৃদ্ধির হার কম থাকা এবং আমানতের পরিমাণ বাড়ায় ব্যাংকের নগদ পরিচালন প্রবাহও বেড়েছে। আর আলোচিত সময়ে নিট মুনাফায় বড় প্রবৃদ্ধি এবং সরকারি সিকিউরিটিজের বিনিয়োগ পুনঃমূল্যায়ণে মূল্য বৃদ্ধি হওয়ায় ব্যাংকের সম্পদমূল্যও বেড়েছে।








































আপনার মতামত লিখুন :