কক্সবাজারের মহেশখালী উপজেলায় এক যুবককে চিংড়ি ঘের থেকে অপহরণ করে দুর্গম পাহাড়ে নিয়ে হত্যা করা হয়েছে।
রবিবার মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক বলেন, উপজেলার কালারমারছড়ায় একজনকে সন্ত্রাসীরা হত্যা করেছে। স্বজনরা মরদেহ উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
নিহত ব্যক্তির নাম তোফায়েল আজম সিদ্দিকী (৩২)। তিনি কালারমারছড়ার মৃত ছিদ্দিক আহমদ মাতব্বরের ছেলে এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ তানভীর সিদ্দিকীর চাচা।
নিহতের ভাই তারেক আজিজ সিদ্দিকী বলেন, তোফায়েল চিংড়ি ঘেরে ছিলেন। রাতে অস্ত্রধারী সন্ত্রাসীরা মাছ লুটের পাশাপাশি তোফায়েলকে অপহরণ করে নিয়ে যায়। সকালে কালারমারছড়া কালুর ব্রিজ সংলগ্ন বাঁশের ঝোপে তোফায়েলের লাশ পাওয়া যায়।
মহেশখালী থানার ওসি বলেন, এ ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। দ্রুত জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আপনার মতামত লিখুন :