Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

গলাচিপায় মাদরাসার ৯ বছরের ছাত্রীর মৃত্যু, শিক্ষক গ্রেপ্তার 


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার অক্টোবর ২৩, ২০২৫, ০৭:৫৬ পিএম গলাচিপায় মাদরাসার ৯ বছরের ছাত্রীর মৃত্যু, শিক্ষক গ্রেপ্তার 

পটুয়াখালীর গলাচিপায় আবাসিক হাফিজিয়া মাদরাসায় ৯ বছর বয়সী ছাত্রী জান্নাতুলের মৃত্যুর ঘটনায় প্রধান আসামি মাদরাসার শিক্ষক হাফেজ মো. মাসুদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
জানা যায়, গত ২০ জুন গলাচিপার গোলখালী নুরে মদিনা মডেল মহিলা হাফিজিয়া মাদরাসার ছাত্রী জান্নাতুলের রহস্যজনক মৃত্যু হয়। নিহত জান্নাতুল পার্শ্ববর্তী রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা গ্রামের আলী আকবরের মেয়ে। আদর্শিক হাফেজা হওয়ার উদ্দেশ্যে জান্নাতুল ওই মাদরাসায় ভর্তি হয়েছিল। তখন অভিযুক্ত শিক্ষক হাফেজ মো. মাসুদুর রহমান দাবি করেন, জান্নাতুল সাপের কামড়ে মারা গেছে।
পুলিশ জানায়, গত ২০ জুন রাতে মাদরাসার ছাত্রী জান্নাতুল হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরদিন শনিবার সকালে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা গলাচিপা থানায় হত্যা মামলা করেন।
নিহত জান্নাতুলের বাবা আলী আকবর বলেন, আমার মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আমি আমার সন্তান হত্যার ন্যায়বিচার চাই। আমি চাই এই হুজুরের ফাঁসি হোক।
এ বিষয়ে আসামির বড় ভাই মো. মাসুম বিল্লাহ বলেন, আমার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। সে ষড়যন্ত্রের শিকার। আমরা  আদালতে সঠিক রায় পাব বলে আশাবাদী।
গলাচিপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, জান্নাতুল হত্যা মামলার প্রধান আসামি মাদরাসা শিক্ষক হাফেজ মো. মাসুদুর রহমানকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

Side banner