Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

বীরগঞ্জে দৈনিক করতোয়া পত্রিকার ৫০ বছর পূর্তি উদযাপন


দৈনিক পরিবার | মো: আরিফ ইসলাম আগস্ট ১৪, ২০২৫, ০১:১৬ পিএম বীরগঞ্জে দৈনিক করতোয়া পত্রিকার ৫০ বছর পূর্তি উদযাপন

দিনাজপুরের বীরগঞ্জে উৎসব মুখর পরিবেশে দৈনিক করতোয়া পত্রিকার ৫০ বছরে পদার্পন উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে বীরগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন একটি রেস্টুরেন্টে দৈনিক করতোয়া এর বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মীর কাসেম লালুর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও দিনাজপুর -১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সম্ভব্য প্রার্থী মো. জাকির হোসেন ধলু, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর দিনাজপুর জেলা শাখার সহ সভাপতি মো. রাশেদুন নবী বাবু, উত্তরের কন্ঠ সম্পাদক (পোর্টাল) মো. মাহাবুবর রহমান আঙ্গুর, দৈনিক যায়যায়দিন পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, দৈনিক পত্রালাপ এর বীরগঞ্জ উপজেলা প্রতিনিধির দশরথ রায় বাবুল, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি হাসান জুয়েল, দৈনিক যুগের আলো পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি বিকাশ ঘোষ, দৈনিক কালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি সোহেল আহমেদ, সাংবাদিক আরিফ ইসলাম, ফরহাদ, মোজাম্মেল হক সহ উপজেলার সকল পেশাজিবি সাংবাদিক প্রমুখ। আলোচনা শেষে কেক কেটে দৈনিক করতোয়ার ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় বক্তরা করতোয়ার ৫০ বছরে পদার্পণ উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের বহুল পরিচিত দৈনিক করতোয়া সৃষ্টিলগ্ন থেকে সমাজের অন্যায় অনিয়ম, দুর্নীতি সহ অসহায়, বঞ্চিত নিপিড়ীত মানুষের কথা বলে আসছে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হোক দৈনিক করতোয়া পত্রিকা অঙ্গীকার ।
অনুষ্ঠানে শেষে দৈনিক করতোয়া পত্রিকা বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. মীর কাশেম লালু সবার কাছে দোয়া করতোয়া পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান কার্যক্রম সমাপ্ত করেন।

Side banner