Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

চিলমারীতে শতবর্ষী কড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন, কৌতূহলে এলাকাবাসী


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জুলাই ১, ২০২৫, ০৩:৫০ পিএম চিলমারীতে শতবর্ষী কড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন, কৌতূহলে এলাকাবাসী

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা রেলস্টেশনের পাশে শতবর্ষী একটি কড়ই গাছে হঠাৎ আগুন ধরে যায়। মঙ্গলবার (১ জুলাই) সকালে ঘটে যাওয়া এই ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
গাছের বাইরের অংশ স্বাভাবিক থাকলেও ভেতরে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে গাছের আগুন পুরোপুরি নেভাতে ব্যর্থ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার কোনো নির্দিষ্ট উৎস দেখা যায়নি। কেউ কেউ বলছেন, হয়তো বজ্রপাত বা গ্যাস জমে থাকা থেকে এমনটা হতে পারে। আবার অনেকেই ঘটনাটিকে অলৌকিক বলেও মনে করছেন। এ ঘটনার পর আশপাশের বিভিন্ন এলাকা থেকে গাছটি দেখতে মানুষ ছুটে আসছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, গাছটি রেলওয়ের জায়গায় আছে। আমরা সকালে গিয়েছিলাম পরে ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য সব দিক থেকে চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। পরে রেলওয়ে ও বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। এখন তারা গাছটির ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
এই বিষয়ে উপস্থিত কয়েকজন জানান, গাছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আবার কেউ বলছে, এটা আল্লাহ প্রদত্ত আগুন। 
স্থানীয়রা জানান, আমরা লোকমুখে খবর পাই যে রমনায় গাছে আগুন লেগেছে। ঘটনাস্থলে এসে দেখি সত্যিই গাছে আগুন লেগেছে। তারপর শুনলাম ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। আসলে এ আগুন কোথা থেকে আসল আমরাও বুঝতে পারছি না।
এক স্কুলশিক্ষার্থী বলেন, আমি সকালে স্কুলে এসে শুনতে পাই গাছের ভেতর আগুন জ্বলছে। পরে বান্ধবীদের সাথে নিয়ে এখানে গাছে লাগা আগুন দেখতে এসেছি। 

Side banner