ভোলার দৌলতখান উপজেলা ভূমি অফিসের নাজির মো. আনোয়ার হোসেন ও পেশকার আবদুল খালেকের বিরুদ্ধে ‘ঘুষ দিন, সেবা নিন’ শিরোনামে একটি জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর অবশেষে তাদের দুই জনকে বদলি করা হয়েছে।
গতকাল রবিবার (২৯ জুন) ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান স্বাক্ষরিত এক আদেশে দু’জনকেই মনপুরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বদলি করা হয়। একই সঙ্গে তাদের বিরুদ্ধে জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার সিনিয়র সহকারী কমিশনার লাভলী ইয়াসমিনকে নির্দেশ প্রদান করেন। আজ সোমবার (৩০ জুন) জেলা প্রশাসক আজাদ জাহান বিষয়টি নিশ্চিত করেন।
আদেশে উল্লেখ করা হয়, বদলি হওয়া কর্মচারীরা ৩০ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন; অন্যথায় ৩০ জুন দুপুরে অবশ্যিকভাবে তাৎক্ষনিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন। গত ২৬ জুন দেশের প্রথম সারির একটি দৈনিক পত্রিকায় ‘ঘুষ দিন, সেবা নিন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার সিনিয়র সহকারী কমিশনার লাভলী ইয়াসমিন জানান, জেলা প্রশাসকের পক্ষ থেকে আনোয়ার ও আবদুল খালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের বিষয়টি তদন্তের জন্য তাকে নির্দেশ প্রদান করা হয়েছে। তিনি আগামী ১ জুলাই সরেজমিনে দৌলতখান উপজেলা ভূমি অফিসে তদন্তের জন্য যাবেন। তদন্ত শেষ হলে প্রতিবেদন দাখিল করা হবে।
ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান জানান, ঘুষ বাণিজ্যের অভিযোগ ওঠায় তাদেরকে তাৎক্ষনিক মনপুরায় বদলী করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তে দোষী প্রমানিত হলে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।








































আপনার মতামত লিখুন :