Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১

বাঞ্ছারামপুরে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালন


দৈনিক পরিবার | বাঞ্ছারামপুর প্রতিনিধি জুন ২, ২০২৪, ১২:২২ পিএম বাঞ্ছারামপুরে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১ জুন) বাঞ্ছারামপুর বিএনপির সাবেক সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি এম এ খালেক পিএসসির নির্দেশনায় স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে ও অংশগ্রহণে কোরআন তেলওয়াত, দোয়া মাহফিল ও তাবারুক বিতরণ করা হয়।
আবদুস সামাদ মেম্বারের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ছলিমাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান আজিজ।
বিশেষ অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা জাসাসের আহবায়ক এম এ সালাম, উপজেলা শ্রমিকদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম।
এসময় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Side banner