Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবলু গ্রেফতার


দৈনিক পরিবার | মাহাবুল ইসলাম জুলাই ২৬, ২০২৪, ০৫:১৩ পিএম গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবলু গ্রেফতার

মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাহারবাটি ইউপির সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু কে নাশকতা মামলায় গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) সকাল ১০ টার দিকে গাংনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
আসাদুজ্জামান বাবলু সাহারবাটি ইউনিয়নের ভোমরদহ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল কাশেমের ছেলে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নামে নাশকতার অভিযোগে গাংনী থানায় একটি মামলা রয়েছে। যার মামলা নং ২০, তারিখ ১২-১১-২০২৩ ইং। ওই মামলার আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

Side banner