Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

খুলনায় সিআইডির অফিসে আগুন


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১২, ২০২৬, ০৭:১৯ পিএম খুলনায় সিআইডির অফিসে আগুন

খুলনা বিভাগীয় সিআইডি অফিস ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে খুলনার শিরোমনি এলাকায় অবস্থিত সিআইডি অফিসের পাঁচতলা ভবনের চতুর্থ তলার রাসায়নিক পরীক্ষকের কক্ষে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই কক্ষের এসি এবং কিছু আসবাবপত্র আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে খানজাহান আলী থানা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।  
খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের খানজাহান আলী থানার ইউনিট ইনচার্জ মাসুদ পারভেজ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আমাদের টিম আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাসায়নিক পরীক্ষকের কক্ষের এসি, সিসি টিভি ক্যামেরা ও আসববপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো আগুন লাগার মূল কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ।  
সিআইডি খুলনার পুলিশ সুপার মো. রাশিদুল হক বলেন, পাঁচতলা ভবনের চতুর্থ তলায় রাসায়নিক পরীক্ষকের কক্ষে আগুন লাগে। এতে একটি এসি ও কিছু চেয়ার-টেবিল ক্ষতিগ্রস্ত হয়েছে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ২০ থেকে ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

Side banner