Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৯ মাঘ ১৪৩২

বিএনপির ৩১ দফার মধ্যেই রয়েছে সব উন্নয়ন: জোনায়েদ সাকি


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জানুয়ারি ২১, ২০২৬, ০৬:৩৮ পিএম বিএনপির ৩১ দফার মধ্যেই রয়েছে সব উন্নয়ন: জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বিএনপির ৩১ দফার মধ্যেই রয়েছে বৈষম্যবিরোধী সমাজ ব্যবস্থার রূপরেখা। এই রূপরেখা আমরা সবাই সমর্থন করি। ৩১ দফার মধ্যেই রয়েছে সব উন্নয়ন। 
বুধবার (২১ জানুয়ারি) সোনারামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য অধ্যায়। তিনি শুধু একজন রাষ্ট্রনায়কই নন, বরং স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসের প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি কখনো আপস করেননি। 
তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশপ্রেমিক, আত্মমর্যাদাশীল ও দৃঢ়চেতা এক নেত্রী। রাজনৈতিক প্রতিকূলতা, নির্যাতন ও অসুস্থতার মাঝেও তিনি দেশ ও জাতির কল্যাণের কথা চিন্তা করেছেন। তাঁর জীবন আমাদের শেখায় ন্যায়ের পথে দৃঢ় থাকা এবং গণতন্ত্রের জন্য ত্যাগ স্বীকার করা। 
দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, উপজেলা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক শামিম শিবলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি এ কে এম মূসা, উপজেলা বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম ম ইলিয়াস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শুকরী সেলিম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুস্তম আলী, বিএনপি নেতা ব্যারিস্টার নাসের খান অপু, আব্দুল খালেকসহ উপজেলা বিএনপির সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Side banner