Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২

ধুনটে হাঁস পালনে স্বাবলম্বী হেলাল শেখ


দৈনিক পরিবার | মুঞ্জুরুল হক জুলাই ১২, ২০২৪, ১২:৫৭ পিএম ধুনটে হাঁস পালনে স্বাবলম্বী হেলাল শেখ

প্যাক প্যাক আওয়াজে মুখরিত চারণ ভূমি। রীতিমতো হাঁস পালন করে গ্রামে সাড়া ফেলেছেন হেলাল শেখ। সে বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের শেউলাবাড়ি গ্রামের আলি আকবর সেখের ছেলে।
গত ৩ মাস আগে বাড়ির আঙ্গিনায় নিজস্ব খামারে মাত্র ২৫ টাকা পিচ হিসেবে ৯শ ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা পালন শুরু করে। নিজ উদ্যোগে তিনি হাঁস পালন করে সফল হবে বলে বিশ্বাস করেন। বর্তমানে ২শত টাকা পিচ হিসেবে বিক্রি করলেও ভালো একটা লভ্যাংশ পাবে বলে তিনি জানান। শুধু হাঁসই নয় হাঁসের পাশাপাশি দেশী জাতের মুরগীর বাচ্চাও খামারে রেখেছেন তিনি। এ যেন হাসঁ ও মুরগীর মিশ্র পালন। শুধু তাই নয়, প্রচণ্ড গরমে খামারটি শীতল রাখতে চারপাশে মাল্টা চাষ করেও ভালো একটা লাভের আশা করছেন।
হেলাল শেখ জানায়, চলতি মৌসুমে বর্ষা না থাকায় হাঁস পালনে বিঘ্ন হচ্ছে। শেউলাবাড়ি গ্রামে মাংস হিসেবে বিক্রির জন্য এভাবে হাঁস পালন এর আগে কেউ করেনি। আমি নিজ ইচ্ছায় খামারটি শুরু করি। আমার খামারে হাঁসের পাশাপাশি দেশী মুরগী রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, উদ্যোক্তা হিসেবে সরকারি ভাবে প্রাণী সম্পদ অফিস থেকে ঔষধসহ নানা ধরনের সেবা পাওয়া যায় সেটা আমার জানা নেই। এখন পর্যন্ত আমার খামারে কোন রোগ বালাই হয়নি। আশা করা যায় সঠিক পরিচর্যা করতে পারলে সফল খামারি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবো।

Side banner