Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

খানসামায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা


দৈনিক পরিবার | মো. লায়ন ইসলাম মে ১৪, ২০২৫, ১০:৩৩ পিএম খানসামায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

শিক্ষার মানোন্নয়ন ও বর্তমান শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে দিনাজপুর খানসামা উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) দিনব্যাপী উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলার সকল নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও ভোকেশনাল স্কুল, কলেজ, কারিগরি কলেজ, স্কুল এন্ড কলেজ ও মাদ্রাসার প্রধান ও সহকারী প্রধানদের সঙ্গে এ মতবিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ কামরুজ্জামান সরকার।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার শরিফুল কায়সারসহ শিক্ষকবৃন্দ।
সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের উপস্থিতি, পঠন-পাঠনের মান, স্কুল পরিবেশ উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক আরও উন্নত করার বিষয়ে আলোচনা হয়। ইউএনও শিক্ষকদের বাস্তবমুখী পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন এবং বলেন, “শিক্ষার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

Side banner