গত কয়েকদিন ধরে চলা রাজনৈতিক অস্থিরতার মধ্যে আজ শনিবার (২৪ মে) রুদ্ধদ্বার বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে আজ দুপুর সাড়ে ১২টায় এ বৈঠক শুরু হয়।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না। এমনটি জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, প্রধান উপদেষ্টা যাচ্ছেন না। তিনি চলে যাবেন বলেননি। তিনি অবশ্যই থাকছেন। আমাদের অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব। এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারব না।
শনিবার (২৪ মে) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ১৯ জন উপদেষ্টা উপস্থিত রয়েছেন। বৈঠক শেষে এসব কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
গত কয়েকদিন ধরে চলা রাজনৈতিক অস্থিরতার মধ্যে আজ রুদ্ধদ্বার বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে আজ দুপুর সাড়ে ১২টায় এ বৈঠক শুরু হয়।
সংশ্লিষ্ট এক সূত্র জানান, একনেক সভা শেষে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনির্ধারিত এ বৈঠকে বসেন উপদেষ্টা পরিষদের ১৯ সদস্য। এতে সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ বৈঠকে উপদেষ্টাদের বাইরে আর কাউকে রাখা হয়নি বলেও জানা গেছে।
এদিন সকাল ১১টায় এনইসি সম্মেলনকক্ষে একনেক সভা শুরু হয়। এটি শেষ হয় দুপুর সোয়া ১২টার দিকে। আজকের সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
একইদিন বিকালে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।
আপনার মতামত লিখুন :