ইউনিয়ন পরিষদ সদস্যগণের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম আদালত বিষয়ক সক্রিয়করণে তৃতীয় পর্যায়ে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১-২২ মে) দুই দিন ব্যাপী সকাল ৯ টা ৩০ মিনিটে উপজেলা সম্মেলন কক্ষে ওই গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন সদস্যদের মাঝে গ্রাম আদালতের বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, গ্রাম আদালতের ৫ সদস্য বিশিষ্ট কমিটি থাকবে এবং ইউপি চেয়ারম্যান একজন বা তার পরিবর্তে যে দায়িত্বে থাকবেন তিনি, যে এলাকায় সমস্যাটি সংঘটিত হবে ওই এলাকা থেকে গণ্যমান্য ব্যক্তিকে কমিটির অন্তর্ভুক্ত করবেন। পরামর্শের মাধ্যমে একজন মহিলাকেও কমিটিতে রাখতে পারেন।
এসময় উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা প্রশাসক ও নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, ফুলপুর পৌর প্রশাসক (ভূমি) মো. মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাদী, মোছা. তাসলিমা আক্তার, উপজেলা মহিলা বিষক কর্মকর্তা আরমানা হক।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, সদস্য ও ইউপি সচিব প্রমুখ।
আপনার মতামত লিখুন :