যশোর সদর উপজেলায় আলাদা অভিযানে প্রায় আট কোটি টাকার ৩৬টি সোনার বারসহ তিনজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলার কোদালিয়া ও তারাগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানান বিজিবি যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।
আটকরা হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আংগারিয়া সিংগাইর গ্রামের আকরাম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম সাজিদকে (২৩), যশোর শহরের লোন অফিসপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে জাহিদ হোসেন (২৬) এবং ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ফতেপুর গ্রামের আনন্দ চন্দ্র দাসের ছেলে সুজন কুমার বাপ্পি (৩৪)।
বিজিবি জানায়, গোপন খবর পেয়ে সকাল ৬টার দিকে কোদালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সাজিদকে আটক করেন বিজিবি সদস্যরা। এ সময় তার শরীর তল্লাশি করে ৪৩৪ গ্রাম ওজনের দুটি সোনার বার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরে সকাল সাড়ে ৯টার দিকে তারাগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে জাহিদ ও বাপ্পিকে আটক করে বিজিবি। পরে তাদের শরীর তল্লাশি করে চার কেজি ৯০০ গ্রাম ওজনের ৩৪টি সোনার বার ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আলাদা অভিযানে জব্দ করা সোনার ওজন পাঁচ কেজি ৩৩৪ গ্রাম; যার আনুমানিক বাজার মূল্য সাত কোটি ৮৯ লাখ ৫৩ হাজার টাকা বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।
জব্দ করা সোনা বিধি অনুযায়ী সরকারি কোষাগারে জমা এবং আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :