Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

নান্দাইল উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ


দৈনিক পরিবার | মোশারফ হোসেন রিয়াদ এপ্রিল ৩০, ২০২৪, ০৭:১১ পিএম নান্দাইল উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ ও ভারসাম্য রক্ষায় এবং জাতীয় জলবায়ু মোকাবেলায় ও এসডিজি অর্জনের লক্ষ্যে মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে নান্দাইল সদর ইউনিয়নের হেমগঞ্জ (ঝালুয়া) এলাকায় নান্দাইল উপজেলা ছাত্রলীগের (প্রস্তাবিত) আহবায়ক মাহবুব হাসান জয়ের নেতৃত্বে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দেশব্যাপী বর্তমানে তীব্র তাপপ্রবাহ চলমান থাকায় এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে ২০-৩০ এপ্রিল বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ 'দশ দিনে পাঁচ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচি' ঘোষণা করে। বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক রাশমোহন সাহা, উপজেলা ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম সোহাগ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ইকবাল, শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রলীগের  সহ সভাপতি মোখলেছুর রহমান হৃদয়, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন শ্রাবণ, ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান, নেছার হোসেন হিরা, মো. বিল্লাল, মো. নয়ন, রনি মিয়া, জিসান ও মাসুম সহ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের দলীয় নেতৃবৃন্দ। কেন্দ্রীয় কর্মসূচি বৃক্ষরোপণ শেষে দলীয় নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

Side banner