Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

খোকসায় গণঅধিকার পরিষদের গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত


দৈনিক পরিবার | কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি নভেম্বর ২৫, ২০২৪, ০৯:৫৬ পিএম খোকসায় গণঅধিকার পরিষদের গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়ার খোকসায় বাংলাদেশ গণঅধিকার পরিষদের তৃণমূলে গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে খোকসা ছাত্র অধিকার পরিষদের আয়োজনে উপজেলার বাস স্টান্ড সংলগ্ন এ গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াসের সভাপতিত্বে গণসংযোগ ও সমাবেশ চলাকালে ভিডিও কলে কুষ্টিয়াবাসীর জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ  গনঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
জেলা শ্রমিক অধিকার পরিষদের প্রচার সম্পাদক তরিকুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো: খালেকুজ্জামান, জেলা যুব অধিকার পরিষদের আহবায়ক জিলহজ্জ খান, সদস্য সচিব খন্দকার মিনহাজুল হক পাপ্পু, যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জয়, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) রাজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বিপ্লব হোসাইন, খোকসার ছাত্র অধিকার পরিষদের নেতা রকি, আবুল হাসান, শাউন, সিয়াম আহমেদসহ অনেকেই।
সমাবেশ শেষে খোকসা পৌর বাজারে গণসংযোগ ও গণধিকার পরিষদের লিফটের বিতরণ করেন জিওপির কেন্দ্রীয় নেতা শাকিল আহমেদ তিয়াস। 

Side banner