Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

কাউখালীতে চেয়ারম্যান হলেন সামশুদ্দোহা চৌধুরী


দৈনিক পরিবার | নিউটন চাকমা মে ৮, ২০২৪, ০৯:৪২ পিএম কাউখালীতে চেয়ারম্যান হলেন সামশুদ্দোহা চৌধুরী

রাঙামাটির কাউখালীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নির্বাচন অফিসের সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী আবারও চেয়ারম্যান হিসেবে সামশুদ্দোহা চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা প্রাথমিক ভাবে নির্বাচিত হয়েছেন। প্রথমবারের মতো ভাইস চেয়ারম্যান পদে লাথোয়াই মারমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কাউখালী উপজেলা রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল অনুযায়ী ৪টি ইউনিয়নে মোট ২১টি কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রে আনারস প্রতীকে চেয়ারম্যান পদে সামশুদ্দোহা চৌধুরী ২৩ হাজার ৬৯৩ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মংসুইউ চৌধুরী (দুমং) পেয়েছেন ১১ হাজার ৫৭৭ ভোট।
এদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিংবাইউ মারমা ২১ হাজার ৮০৩ ভোট পেয়ে আবারো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এ্যানি চাকমা কৃপা ১৩ হাজার ৫৬৮ ভোট পেয়েছেন।
কাউখালী উপজেলা নির্বাচনে সকালের দিকে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের সংখ্যা বাড়তে থাকে। তবে কোথাও কোন বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান।  
অপরদিকে দুর্গম বার্মাছড়ির একটি কেন্দ্রের ফলাফল এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

Side banner