Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

আত্রাইয়ে ওলামা সম্মেলন অনুষ্ঠিত


দৈনিক পরিবার | মো. খালেদ বিন ফিরোজ মে ১৯, ২০২৪, ০৮:০৯ পিএম আত্রাইয়ে ওলামা সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁর আত্রাই উপজেলায় ওলামা মাশায়েখ ও ঈমামদের নিয়ে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯মে) দুপুর ১২ ঘটিকায়  আত্রাই উপজেলার হাতিয়াপাড়া জামে মসজিদে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ সম্মেলন শুরু হয়।
শাহাগোলা উপজেলা ঈমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে ওলামা সম্মেলনে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী এবাদুর রহমান প্রামানিক, ইসলামিক ফাউন্ডেশন আত্রাই উপজেলা ফিল্ড সুপারভাইজার মল্লিকা খাতুন, ইসলামিক ফাউন্ডেশন আত্রাই উপজেলার এমসি মোঃ আবুল হোসেন, জিসি মাওলানা আব্দুর রাজ্জাক, জিসি মোঃ রেজাউল ইসলাম, জিসি মাওলানা আব্দুল জলিল, শাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মামুনুর রশিদ, আত্রাই প্রেসক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক ফিরোজ আহম্মেদ সহ আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নের শতাধিক ওলামাগণ।

Side banner