Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৩ জানুয়ারি, ২০২৬, ২০ পৌষ ১৪৩২

কুড়িগ্রামে হাড়কাঁপানো শীত, জনজীবন স্থবির


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জানুয়ারি ৩, ২০২৬, ০৯:১০ এএম কুড়িগ্রামে হাড়কাঁপানো শীত, জনজীবন স্থবির

১৬ নদ-নদীবেষ্টিত অবস্থিত সীমান্তঘেঁষা উত্তরের জেলা কুড়িগ্রামে জেঁকে বসেছে তীব্র শীত। হাড়কাঁপানো ঠান্ডা আর হিমেল বাতাসে জবুথবু হয়ে পড়েছে এ জেলার মানুষ।
এবারের শীত মৌসুমের শুরুতেই রাতভর বৃষ্টির মতো ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ছে ঘন কুয়াশা। বিকেল থেকেই শুরু হচ্ছে কুয়াশার দাপট, যা জেলায় পরদিন সকাল ১০টা পর্যন্ত স্থায়ী থাকছে। কয়েকদিন ধরে দেরিতে সূর্যের দেখা মেলায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষে।
শনিবার (০৩ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৯ ভাগ।
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের আব্দুল খালেক বলেন, কাজ না করলে পেটে ভাত জোটে না। কাজ না করলেও চলে না। তবুও এই শীতে কাজ করতে বেরিয়েছি। কাজ করলে হাত-পা যন্ত্রণা করে, শরীর কামড়ায়।
মোগলবাসা ইউনিয়নের জয়নাল আবেদিন বলেন, অতিরিক্ত শীত ও ঠান্ডার কারণে আমার ছোট সন্তানের কয়েক দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছে। দেখি সদর হাসপাতালে নিয়ে যাবো।
ভোগডাঙ্গা ইউনিয়নের কৃষক আলম মিয়া বলেন, যে শীত আর ঠান্ডা শুরু হইছে এতে বেগুনের আবাদের খুব ক্ষতি হবে। ধারদেনা করে এতো আবাদ করেছি যদি বেগুন না হয় তাহলে ক্ষতির মুখে পড়বো।
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে, শুক্রবার সকাল ৬টায় কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ ভাগ, যা শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে কাজে যেতে পারছেন না দিনমজুরসহ খেটে খাওয়া মানুষ।

Side banner