Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
৫ মন্ডপে দুর্গোৎসব

বাঞ্ছারামপুরে প্রতিমা তৈরীতে ব্যস্ত মৃৎশিল্পীরা


দৈনিক পরিবার | মো. নাছির উদ্দিন অক্টোবর ১৪, ২০২৩, ০৫:৪৪ পিএম বাঞ্ছারামপুরে প্রতিমা তৈরীতে ব্যস্ত মৃৎশিল্পীরা

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলায় এবার ৪৫টি মন্ডপে হিন্দুধর্মলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে মন্ডপগুলোতে পুরোদমে প্রতিমা তৈরীর কাজ চলছে বাকী শুধু রং তুলির কাজ। পূজাকে সামনে রেখে মন্ডপ পরিচালনা কমিটিগুলো পূজার সকল কর্মকান্ড এগিয়ে নিতে কাজ শুরু করেছে।
আয়োজক কমিটিগুলো মন্ডপ পরিস্কার-পরিচ্ছন্নসহ সাজসজ্জার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে উপজেলার সকল মন্ডপ পরিচালনা কমিটির সাথে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ দিক নির্দ্দেশনা সহ নানা বিষয়ে পরামর্শ দিয়ে আসছে।
এবার উপজেলার ১০টি ইউনিয়ন ১টি পৌরসভায় মোট ৪৫টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা হবে। এর মধ্যে বাঞ্ছারামপুর সদর ইউনিয়নে ২টি,  পৌরসভায় ৬টি, উজানচর ইউনিয়নে ৬টি, দরিয়াদৌলত ইউনিয়নে ৩টি,ছলিমাবাদ ইউনিয়নে ৩টি, মানিকপুর ইউনিয়নে ৪টি, তেজখালি ইউনিয়নে ২টি, ফরদাবাদ ১১টি, রূপসদী ৫টি, দরিকান্দি ২টি ও ছয়ফুল্লাকান্দি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মিন্টু রঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সাহা জানান, আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজা শুরু হবে চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত। ইতিমধ্যে সকল মন্ডপে রং তুলির টানে প্রতিমাগুলো নিপুণ হাতের ছোঁয়ায় ফুটিয়ে তুলতে ব্যস্ত হয়ে পড়ছেন প্রতিমা শিল্পীরা, কাজ পুরোদমে চলছে। পূজা যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই জন্য সকল মন্ডপগুলোতে  কমিটি গঠন করা হয়েছে।
সরকারি নির্দেশনার পাশাপাশি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে মন্ডপগুলোতে সিসি ক্যামেরা লাগানো, নিরাপত্তা তদারকির জন্য স্বেচ্ছাসেবক গঠন, সন্দেহভাজন দর্শনাথীদের দেহ তল্লাশীর ব্যবস্থা, নামাজের সময় উচ্চ শব্দে মাইক-বাজানো, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শান্তিপূর্ণ ভাবে মায়ের অর্চনা করার ব্যবস্থা সহ সকল মন্ডপ কমিটিকে ২৫ দফা নির্দেশনা যথাযথ ভাবে পালনের বিষয়ে বলা হয়েছে।

Side banner