Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

আমি মেসি হতে চাই না: ইয়ামাল


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১, ২০২৫, ০৬:২০ পিএম আমি মেসি হতে চাই না: ইয়ামাল

লা মাসিয়া একাডেমি থেকে উঠে এসেছেন দুজনেই। খেলেছেনও বার্সেলোনায়। আলো কেড়েছেন কৈশোরেই। তাদের মধ্যে তুলনা হওয়া স্বাভাবিক। কিন্তু বর্তমান সময়ের কিশোর তারকা কারো সঙ্গে তুলনীয় হতে চান না। চান নিজের পথ অনুসরণ করতে। লিওনেল মেসিকে অনুপ্রেরণা হিসেবে মানলেও লামিনে ইয়ামাল কীর্তিমান হতে চান নিজের মতো করে।
স্পেন ও বার্সেলোনার সিনিয়র দলে ঢুকেই একের পর এক রেকর্ড ভেঙেছেন ইয়ামাল। জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ ও লা লিগার শিরোপা। সবশেষ ব্যালন ডি’অরের ভোটাভুটিতে হয়েছিলেন দ্বিতীয়। সোনালি বলটি তার হাতে যে দ্রুত উঠতে যাচ্ছে, বলে দেওয়া যায়। কিন্তু তিনি মেসির পদাঙ্ক অনুসরণ করতে চান না। 
এক সাক্ষাৎকারে বার্সা গ্রেটের সঙ্গে তুলনা প্রসঙ্গে ইয়ামাল বললেন, ‘আমি মনে করি লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার। কিন্তু তিনিও জানেন, আমি একজন ভালো খেলোয়াড়। যখন একে অন্যের বিরুদ্ধে আমরা খেলি, আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকে। তিনি জানেন, আমি তার মতো হতে, খেলতে কিংবা ১০ নম্বর জার্সি পড়তে চেষ্টা করছি না। আমি আমার নিজস্ব পথ অনুসরণ করতে চাই।’
মেসির সমকক্ষ হতে না চাইলেও বার্সার সর্বকালের শীর্ষ গোলদাতার কাছ থেকে প্রেরণা নেন ইয়ামাল, ‘শিশু বয়সে, আমি মেসির পাস নিয়ে গবেষণা করতাম। অন্য খেলোয়াড়রা ভালো পাস দেয়, কিন্তু মেসির পাস ছিল গোল করার মতো। সবসময় ভাবতাম ড্রিবলিংয়ের চেয়ে পাসিং আরও বেশি মজার। এটা অদ্ভুত, কারণ শৈশবে আমি কখনো ড্রিবলার ছিলাম না। আমি গোলস্কোরার ছিলাম বেশি, অনেক দৌড়াতাম।’

Side banner