রাংগামাটির লংগদুতে কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১২টায় উপজেলার কাঠ ব্যবসায়ী সমিতির নিজস্ব কার্যালয় ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর আহবায়ক সদস্য তরিকুল ইসলাম তারার সঞ্চালনায় আহবায়ক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কফিলউদ্দিন মাহমুদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ,লংগদু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, নাছির উদ্দীন প্রমুখ।
বিশেষ সভায় লংগদু কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির উপস্থিত সকল সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
এতে মোঃ আব্দুর রশীদ মেম্বার,বিশিষ্ট ব্যবসায়ী জানে আলম, মোঃ বাবুল,মিন্টু চৌধুরী ও মাওলানা ওমর ফারুককে আগামী ১৫ কার্য দিবসের মধ্যে নির্বাচনের মাধ্যমে পুর্নাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :