Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

নর্থ সাউথের নিখোঁজ ছাত্রীকে উদ্ধার


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩০, ২০২৫, ০৭:৪০ পিএম নর্থ সাউথের নিখোঁজ ছাত্রীকে উদ্ধার

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী তাহিয়াকে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টায় তাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ গণমাধ্যমকে বলেন, নিখোঁজ ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়েছে।
এর আগে, আজ সকালে ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাহিয়ার বাবা মো. আব্দুল কুদ্দুস। 
তাহিয়ার পরিবার জানায়, সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষে নিখোঁজ হন তাহিয়া। নিখোঁজের একদিন পর পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও তৎক্ষণাৎ কোনো তথ্য পাওয়া যায়নি। পরে বিষয়টি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।
প্রসঙ্গত, তাহিয়ার বাড়ি উত্তরা ১১ নম্বর সেক্টরে। গত ২৮ এপ্রিল তিনি উত্তরা থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড সেমিস্টারের ফাইনাল পরীক্ষা দিতে আসেন। সেদিন ছিল তার শেষ পরীক্ষা। পরীক্ষার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। 

Side banner