সম্প্রতি, অভিনেত্রী শবনম ফারিয়ার ছবি দাবিতে কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। এরকম দুটি ছবি পোস্ট করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম। তিনি ছবির বর্ণনায় লিখেছেন, ‘লাল ভালোবাসা আপুটির পক্ষ থেকে আইজু ভাই কই গেলেন।’
তবে, ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানায়, প্রচারিত ছবিগুলো অভিনেত্রী শবনম ফারিয়ার নয়। বরং, ইন্টারনেট থেকে ভিন্ন এক নারীর ছবি সংগ্রহ করে সেগুলোতে প্রযুক্তির সাহায্যে শবনম ফারিয়ার মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ছবিগুলো রিভার্স ইমেজ সার্চ করলে উরসঢ়ু ঘধহফধ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০২৪ সালের ১৬ অক্টোবর প্রচারিত কিছু ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর সাদৃশ্য লক্ষ্য করা যায়। ছবিগুলোতে মূখমণ্ডল ছাড়া অন্য সব কিছুতে মিল খুঁজে পাওয়া যায়।
অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে লোকেশন হিসেবে দেখা যায়, ভারতের মুম্বাই। অর্থাৎ, এই ছবিগুলোতে শবনম ফারিয়ার মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে।
এছাড়া, অনুসন্ধানের স্বার্থে রিউমর স্ক্যানার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং এআই প্রযুক্তি ব্যবহার করে উরসঢ়ু ঘধহফধ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাওয়া ছবিগুলোর ওপর অভিনেত্রী শবনম ফারিয়ার মুখমণ্ডল প্রতিস্থাপনের চেষ্টা করেছে। এতে বিকৃত ছবির মতোই অনুরূপ ফলাফল পাওয়া গেছে।
সুতরাং, ইন্টারনেট থেকে ভিন্ন এক নারীর ছবি সংগ্রহ করে তাতে প্রযুক্তির সাহায্যে অভিনেত্রী শবনম ফারিয়ার মুখমণ্ডল বসিয়ে প্রচার করা হয়েছে; যা সম্পাদিত।
আপনার মতামত লিখুন :