Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ইবিতে নওগাঁ জেলার নবীন বরণ ও বিদায় সংবর্ধনা 


দৈনিক পরিবার | ইবি প্রতিনিধি ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৪:১৬ পিএম ইবিতে নওগাঁ জেলার নবীন বরণ ও বিদায় সংবর্ধনা 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নওগাঁ জেলা হতে আগত শিক্ষার্থীদের সংগঠন নওগাঁ জেলা কল্যাণের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী খেলাধুলা, চড়ুইভাতি, শিক্ষা সামগ্রী দিয়ে নবীনদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে দিনটি উদযাপন করেন জেলার বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
এসময় বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোঃ হাবিবুল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল আল মোহিত, সিএসই বিভাগের অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মওদুদ আহমেদ এবং সাংবাদিকতা বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয়।
অনুষ্ঠানের সভাপতি মোঃ হাবিবুল্লাহ বলেন, আজকের পোগ্রামের মূল আকর্ষণ ই হলো আমাদের নবীনরা। নবীনদের সাথে একটা সুসম্পর্ক যেনো হয় সেই লক্ষ্যেই এই আয়োজন। আশাকরি তোমরা জেলার সকলের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখবা। এছাড়াও আজকে অনেকে বিদায় নিচ্ছেন। নতুনরা আসবে প্রবীনরা বিদায় নিবে এইটাই স্বাভাবিক। তবে আমাদের ভাতৃত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকুক আজীবন।
দিকনির্দেশনা মূলক বিভিন্ন তথ্য দিয়ে সমাপনী বক্তব্যে ড. মো: আব্দুল আল মোহিত বলেন, যে বিষয়গুলো আসছে তা হলো আমাদের সংগঠনে ইউনিটি থাকতে হবে। বছরে শুধু এই একটি প্রোগ্রাম নয়, তোমরা পিকনিক করতে পারো, কুইজ টেস্টের ব্যবস্থা করতে পারো অথবা তোমাদের হাবিব স্যার তোমাদের কম্পিউটার বেজড স্কিল ডেভেলপমেন্টে সাহায্য করতে পারে, আমরা রিসার্চ অথবা বাইরের বিষয়গুলোতে তোমাদের সাহায্য করতে পারবো। আমরা তোমাদের এই দিকনির্দেশনা গুলো দিতে পারি। ওয়ার্কশপ করে, সেমিনার করে। সবচেয়ে বড় কথা নওঁগা জেলা সমিতি কিন্তু আমাদের জায়গা। আমাদের যেকোনো সমস্যা হোক আমরা এখানে আসি, আমাদের মনের কথাগুলো খুলে বলি, অবশ্যই সমাধান হবে। আমাদের সভাপতি, সেক্রেটারি আছে। এজন্য আমরা বলছি আমাদের সম্পৃক্ততা থাকতে হবে, আমাদের সংগঠনের কার্যক্রম বাড়াতে হবে।

Side banner