Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বাজিতপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, ভয়ে স্ত্রীর মৃত্যু


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ১০:০৩ পিএম বাজিতপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, ভয়ে স্ত্রীর মৃত্যু

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আতঙ্কে স্ট্রোক করে মারা গেছেন ওই আওয়ামী লীগ নেতার স্ত্রী আকলিমা বেগম (৭০)।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটেছে। তবে আওয়ামী লীগ নেতার পরিবারের দাবি, এটি অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তের কাজ।
পুলিশ, এলাকাবাসী ও মুক্তিযোদ্ধার পরিবার সূত্র জানায়, বুধবার রাতে মুক্তিযোদ্ধার স্ত্রী বাড়ির পাশে অবস্থিত নিজেদের পোল্ট্রি ফার্ম দেখাশোনার কাজে যান। ওই সময় তাদের বসতঘরের পেছনের কক্ষের এসি বিস্ফোরিত হয়।
সূত্রগুলো জানায়, বিস্ফোরণের বিকট শব্দে ও আগুনের শিখা দেখে আকলিমা বেগম ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। পরে রাতেই তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে আওয়ামী লীগ নেতার ভাই অ্যাডভোকেট আরকান মিয়া দাবি করেন, তাদের বাড়িতে পরিকল্পিতভাবে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভয়ে তার ভাবি স্ট্রোক করে মারা গেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ৫ আগস্টের পর এ আওয়ামী লীগ নেতার বাড়িতে একদফা আগুন লাগানো হয়। একাধিক মামলা থাকায় ওই নেতা বর্তমানে পলাতক রয়েছেন।
ফায়ার সার্ভিসের বাজিতপুর স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান জানান, আগুন খুব একটা ছড়ায়নি। এসি বিস্ফোরণের পর প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলেছে।
তিনি আরো জানান, আগুনে এসি পুড়ে গেছে। বসতঘরের ফলস্ সিলিং ধসে পড়েছে ও একটি আলমিরা ও সোফার একাংশের ক্ষতি হয়েছে।
বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, এখনই আগুন লাগার কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
তিনি জানান, ফায়ার সার্ভিসের বাজিতপুর স্টেশন অফিসারকে নিয়ে তিনি সরেজমিন ঘটনাস্থলে গেছেন। তবে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত ঘটনার বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Side banner