Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

নানান কর্মসূচিতে জাতীয় ভোটার দিবস পালিত


দৈনিক পরিবার | ‎গোলাম রব্বানী(বিএসসি) মার্চ ২, ২০২৫, ০৮:১২ পিএম নানান কর্মসূচিতে জাতীয় ভোটার দিবস পালিত

"তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো সবাই মিলে মিশে" এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের  হরিপুরে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান'র সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়।
রবিবার (২ মার্চ) সকাল সাড়ে ১১ টায় সভা শুরু হয়। এতে উপস্থিত ছিলেন, মো. আবু তাহের, মো. মুন্জুর আলম, আবদুল মান্নান।
আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্থানীয় জনপ্রতিনিধিগণ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, আগামী নির্বাচন হবে  সম্পূর্ণ নিরপেক্ষ। সুষ্ঠু নির্বাচনে যেন সকলে নির্ভয়ে ভোট দিতে পারে তাই আগামী প্রজন্মের নিকট এটি তুলে ধরতে হবে, কোন অপশক্তিই যেন ভোটাধিকার কেড়ে নিতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে।
‎সভায় অন্যান্য বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ভোটাধিকার প্রয়োগ একজন নাগরিকের অধিকার সেটাও জানতো না বাংলাদেশের নতুন প্রজন্মের মানুষ। জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে পতনের মাধ্যমে এই প্রজন্ম সঠিক ও নিরপেক্ষ ভোটাধিকার প্রয়োগের স্বপ্ন দেখছেন। তারই ধারাবাহিকতায় "তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো সবাই মিলেমিশে" প্রতিপাদ্যকে সামনে রেখে নিরপেক্ষ ভোট প্রয়োগ ব্যবস্থায় কাজ করছেন সরকার।

Side banner