Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

মৌলভীবাজারে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 


দৈনিক পরিবার | তিমির বনিক মার্চ ১০, ২০২৫, ০৮:৩১ পিএম মৌলভীবাজারে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

মৌলভীবাজার জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ মার্চ) সকালে শুরু হওয়া সভা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইসরাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের উপস্থাপনায়, এ সময় মৌলভীবাজার জেলার পুলিশ সুপার কে এম জাহাঙ্গীর হোসেন (পিপিএম বার), মৌলভীবাজার সদরের দায়িত্বপ্রাপ্ত মেজর মেহেদী হাসান, কুলাউড়া জুড়ি ও বড়লেখা উপজেলার দায়িত্বরত মেজর তুনজিরা, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ জেলার সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আইন-শৃঙ্খলা সভায় বাজার নিয়ন্ত্রণ ও ঈদকে সামনে রেখে কাপড়ের দোকানগুলোতে অভিযান, শহরে যানজট মুক্ত রাখতে বিভিন্ন পদক্ষেপসহ বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা হয় এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়।

Side banner