Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ফুলপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি 


দৈনিক পরিবার | ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি মার্চ ১৪, ২০২৫, ১২:১৮ এএম ফুলপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি 

দাবি মোদের একটাই, ইসি’র অধীনে এনআইডি চাই, এ স্লোগান সামনে রেখে জাতীয় পরিচয়পত্র  স্বাধীন নির্বাচন কমিশন সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১-১টা পর্যন্ত  ফুলপুর উপজেলা নির্বাচন অফিসের সামনে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশন এর আয়োজনে ওই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেন।
উক্ত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, ফুলপুর উপজেলা নির্বাচন অফিসার মো. বেলাল হোসেন, সহকারী নির্বাচন অফিসার এ কে এম ফজলুল হক প্রমুখ । 
এসময় সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Side banner