Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ফুলপুরে জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি সংক্রান্ত পর্যালোচনা সভা


দৈনিক পরিবার | ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি মার্চ ১৭, ২০২৫, ১১:৪১ পিএম ফুলপুরে জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি সংক্রান্ত পর্যালোচনা সভা

ময়মনসিংহের ফুলপুর উপজেলা জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি সংক্রান্ত বিষয় নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (১৭ মার্চ) দুপুর পৌনে একটার সময় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলপুর সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা সমাজসেবা অফিসার শিহাবন উদ্দিন খাঁন। 
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সচিব, কর্মচারীবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

Side banner