Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

লালপুরে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল


দৈনিক পরিবার | ইব্রাহিম হোসেন মার্চ ২১, ২০২৫, ১১:২৩ পিএম লালপুরে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলার প্রতিবাদে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ শেষে “তৈৗহদী জনতা” ব্যানারে সাধারণ জনগণ লালপুর বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে মিছিলটি লালপুরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ত্রিমোহনিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা পবিত্র রমজানে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানান এবং মুসলিম বিশ্বকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তারা বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানোর জন্য ইসরায়েল ও নেতানিয়াহু সরকারকে আন্তর্জাতিকভাবে জবাবদিহির আওতায় আনতে হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাটোর জেলার যুগ্ম আহ্বায়ক আব্দুল্লা বাকী বলেন, “ইসরায়েলি বর্বররা যুদ্ধবিরতি লঙ্ঘন করে নারী, পুরুষ ও শিশু নির্বিচারে হত্যা করছে। আমাদের জীবনের শেষ রাজনীতি হবে ফিলিস্তিনের রাজনীতি, জীবনের শেষ যুদ্ধ হবে ফিলিস্তিনের মুক্তির যুদ্ধ।”
লালপুর উপজেলা ছাত্র শিবিরের পশ্চিম শাখার সভাপতি সাদ্দাম হোসেন বলেন, “শিশুরা যখন কোনো অপরাধ ছাড়াই ইসরায়েলের বর্বর হামলায় প্রাণ হারায়, তখন আমাদের হৃদয় ভেঙে যায়। আমরা আগেও প্রতিবাদ জানিয়েছি, এখনও জানাচ্ছি এবং যতদিন এই হত্যাযজ্ঞ চলবে, ততদিন প্রতিবাদ চালিয়ে যাব।”
সমাবেশ শেষে ফিলিস্তিনের মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Side banner