Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

মনিরামপুরে কৃষকের অর্ধশতাধিক গাছ কর্তন 


দৈনিক পরিবার | মাসুদ রায়হান মার্চ ২২, ২০২৫, ১০:৩০ পিএম মনিরামপুরে কৃষকের অর্ধশতাধিক গাছ কর্তন 

পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের পুকুর পাড়ের বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধশতাধিক গাছ কেটে দিয়েছে। ফলে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই কৃষক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। 
সরেজমিনে জানা যায়, যশোরের মণিরামপুর উপজেলার চালুয়াহাটী ইউনিয়নের গোপীকান্তপুর গ্রামের মৃত নিয়ামত আলী গাজীর ছেলে ইসরাফিলের বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে তার চাচাত ভাইদের ও প্রতিবেশীদের সাথে দীর্ঘদিন ধরে গোলযোগ চলে আসছে। তারই সুত্র ধরে বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৭ টায় ইসরাফিলের পুকুরের তিন পাড়ের সুপারী গাছ, মেহগনি গাছ, রেন্টি গাছ ,কলাগাছ, নারিকেল গাছসহ প্রায় অর্ধশতাধিক গাছ কেটে সাবাড় করে দিয়েছে মোস্তফা গাজী গংরা। ফলে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা ক্ষতি হয়েছে কৃষক ইসরাফিলের। এছাড়াও তারা ২১ তারিখ রাতে ওই পুকুরে বিষ দিয়ে মাছ মেরে দিয়েছে বলে পুকুর মালিক ইসরাফিল জানিয়েছেন। 
এ ঘটনায় ইসরাফিল বাদী হয়ে মোস্তফা গাজী, বিল্লাল গাজী, জিয়ার গাজী, আবুল ইসলামসহ ৪ জনের নাম উল্লেখ করে মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে ২২ মার্চ সকালে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সামছুল হক সরেজমিনে তদন্তে যেয়ে গাছ কাটার বিষয়ে সত্যতা পান বলে জানা গেছে।
এ বিষয়ে ভুক্তভোগী ইসরাফিল হোসেন বলেন, আমার বাড়ি থেকে বের হওয়ার পথ নিয়ে আমার চাচাত ভাইদের ও প্রতিবেশিদের সাথে বহুদিন যাবৎ গোলযোগ চলে আসছে। সেই শত্রুতা ধরে তারা আমার পুকুর পাড়ের দামী গাছ ও ফলাদী গাছ গুলো কেটে দিয়েছে ও পরের রাত্রি পুকুরে বিষ প্রয়োগ করে অনেক মাছ মেরে দিয়েছে। এতে আমার প্রায় দুই লাখ বিশ হাজার টাকার ক্ষতি হয়েছে। 
তিনি আরো বলেন, আসামীরা সবাই র্দূদান্ত প্রকৃতির। তারা আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি ও খুন করার ভয়ভীতি দেখিয়ে আসছে। এমন কোন অপকর্ম নেই যে তারা করে না। ফলে এলাকার কোন লোক তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না।
তিনি আরো বলেন, গাছ কাটার শব্দ শুনে বাড়ি থেকে আমার মা ও স্ত্রী পুকুর পাড়ে এসে গাছ না কাটার কথা বললে তারা আমার মাকে জুতা দিয়ে মারপিট করে ও  আমার স্ত্রীকেও মারার উদ্ধত হয়। এই ক্ষতিপূরণসহ আমার মা ও স্ত্রীকে মারপিটের সুষ্ট বিচারের জন্য থানায় অভিযোগ দিয়েছি।
কথা হয় এসআই সামছুল হক এর সাথে। তিনি প্রতিনিধিকে জানান, অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য ঘটনা স্থলে যেয়ে গাছ কাটাসহ সব বিষয়ে সতত্যা পায়। বিষয়টি সমাধানের জন্য সোমবার উভয় পক্ষকে ডাকা হয়েছে।

Side banner