লক্ষ্মীপুর আনসার-ভিডিপির মহাপরিচালকের পক্ষ থেকে বাহিনীর ভাতাভোগী দলনেতা দলনেত্রী, আনসার কমান্ডার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) জেলা আনসার-ভিডিপি কার্যালয়, লক্ষ্মীপুর কর্তৃক বাহিনীর ভাতাভোগী দলনেতা/দলনেত্রী, আনসার কমান্ডার সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়নের, পরিচালক শিরিন সুলতানা, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট, মোঃ তৌহিদ উজ জামান এবং সকল উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্তরের ২৩৭ জন সদস্যের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে উক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১ কেজি পোলাও চাল, ৪ প্যাকেট সেমাই, ২০০ গ্রাম গুড়ো দুধ, আধা কেজি সুজি, ১ প্যাকেট নুডুলস ও ২০০ গ্রাম ঘি।
অনুষ্ঠানে পরিচালক শিরিন সুলতানা বলেন, লক্ষ্মীপুরে সকলকে সক্ষমতা অর্জনের পাশাপাশি ন্যায় ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানান। ঈদ উপহার সামগ্রী বিতরণকে উপলক্ষ্য করে সদস্যদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপহার সামগ্রী হাতে পেয়ে সদস্য রা আবেগে আপ্লুত হন এবং মহাপরিচালক প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মহাপরিচালক এর এই ধরণের উদ্যোগের ফলে সদস্যরা নতুন উদ্যমে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হবে বলে আশা করা যায়।
আনসার ভিডিপি সদস্য-সদস্যা রা তৃণমূল পর্যা য়ে সরকারের নির্দেশনা মোতাবেক জননিরাপত্তা আর্থ সামাজিক উন্নয়ন, দূর্যোগ ব্যবস্থাপনার পাশাপাশি মানব কল্যাণে গুরুত্বপূর্ণ কাজ করে আসছে। এ ধরণের উদ্যোগের ফলে তৃণমূল পর্যায়ের সদস্য-সদস্যারা দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হবে জানান পরিচালক, শিরিন সুলতানা।
আপনার মতামত লিখুন :