সুদীর্ঘ পাঁচ দশক যাবৎ একই মসজিদে ইমামতি করায় নীলফামারীর ডোমার উপজেলার গহিমিয়া নামাজীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ আব্দুল জলিলকে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি গহিমিয়া নামাজীপাড়া জামে মসজিদে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি এমদাদ হোসেন মানিক।
সংবর্ধনা অনুষ্ঠানে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিয়াজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন শফিউদ্দিন আহমেদ হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. মমিনুল ইসলাম, তাহেরিয়া বদরুল আলম সুন্নিয়া দাখিল মাদ্রাসার মুহতামিম মুহাম্মদ ফরিদুল ইসলাম প্রমুখ।
মসজিদ কমিটি জানায়, চিলাহাটি গহিমিয়া নামাজীপাড়া জামে মসজিদটি ১৯২৪ সালে স্থাপন করা হয়। শতবর্ষী মসজিদটিতে ১৯৭৫ সাল থেকে অদ্যাবধি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে ইমাম হিসেবে দায়িত্বপালন করছেন মাওলানা মুহাম্মদ আব্দুল জলিল। উক্ত মসজিদে বিরতিহীনভাবে তার ইমামতি পেশায় যুক্ত থাকার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে মসজিদ কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এব্যাপারে মাওলানা মুহাম্মদ আব্দুল জলিল বলেন, আমি আল্লাহর দ্বীনের কাজে চিলাহাটি গহিমিয়া নামাজীপাড়া জামে মসজিদে ৫০ বছর যাবৎ ইমামতি করছি। মহান আল্লাহ তায়ালা যতদিন হায়াত রেখেছে, তার দ্বীন ইসলামের জন্য নিয়োজিত থাকবো, ইনশাআল্লাহ। আমাকে সংবর্ধিত করায় মসজিদ কমিটি সহ জামাতবাসীকে ধন্যবাদ জানাই।
সংবর্ধনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকাবাসী সহ দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :