Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

বোদায় প্রীতি বিতর্ক ও শিক্ষা বৃত্তি প্রদান


দৈনিক পরিবার | এন এ রবিউল হাসান লিটন অক্টোবর ১৮, ২০২৫, ১২:৩৩ পিএম বোদায় প্রীতি বিতর্ক ও শিক্ষা বৃত্তি প্রদান

পঞ্চগড়ের বোদায় “শিক্ষা বৃত্তি বাল্যবিবাহ বন্ধে সহায়ক” শীর্ষক এক প্রীতি বিতর্ক ও শিক্ষা বৃত্তি প্রদান কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার বলরামহাট জৈব চাষ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। 
উমেন এন্ডিং হাঙ্গার সভানেত্রী ও হাঙ্গার ফ্রি ওয়াল্ডের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি আনজুমান আখতারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন হাঙ্গার ফ্রি ওয়াল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন।
প্রীতি বিতর্ক ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিতর্কিকদের মাঝে পুরষ্কার ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ৫০ জন মেয়ে শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করেন প্রধান অতিথি বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য ভৌত অবকাঠামো বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ। 
এসময় উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলী রেজা সিদ্দিকী, জেলা প্রশাসক মো. সাবেত আলী, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, পল্লী সাহিত্য সংস্থার পরিচালক হারুন আর রশীদ প্রমুখ।

Side banner