Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ ১৪৩২

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২ জনের মরদেহ উদ্ধার


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জানুয়ারি ১৮, ২০২৬, ০৭:৩১ পিএম সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২ জনের মরদেহ উদ্ধার

ঢাকার সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুটি পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লার পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’-এর ভেতরে মরদেহ দুটির সন্ধান পায় পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রসাবের জন্য কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি ভেতরে পোড়া মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটি পোড়া অবস্থায় থাকায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Side banner