Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
রেলওয়ে চার কর্মচারি হাসপাতালে ভর্তি

১০ সেনা সদস্যকে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর


দৈনিক পরিবার | মিরু হাসান বাপ্পী মে ৪, ২০২৪, ০৫:৩৯ পিএম ১০ সেনা সদস্যকে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর

বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় থেকে ছেড়ে আসা আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে রেল কর্মচারী ও সেনা সদস্যদের মধ্যে ঘটিত অপ্রীতিকর ঘটনায় পুলিশের হেফাজতে থাকা ১০ সেনা সদস্যকে বগুড়ার সেনা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাঁদের হস্তান্তর করা হয়। সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ওই ঘটনায় আহত আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুই পরিচালক, এক টিটিই ও  এক পরিচার্যককে (অ্্যাটেনডেন্ট) নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাঁরা বর্তমানে সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করেছেন সান্তাহার স্টেশনের স্টেশন মাস্টার হাবিবুর রহমান।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, বৃহস্পতিবার আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে চড়ে কয়েকজন সেনা সদস্য ছুটি কাটাতে নিজ নিজ বাড়ি যাচ্ছিলেন। ট্রেনের মধ্যে ট্রেনের পরিচালক (গার্ড) রাকিব হোসেন, আব্দুস সাত্তার, টিটিই মো. আওরঙ্গজেব ও পরিচার্যক আব্দুল মালেকের সাথে তাঁদের অপ্রীতিকর ঘটনা ঘটে। এ সময় ট্রেনের পরিচালকের কামড়া ভাংচুরের ঘটনা ঘটে। ট্রেনটি সান্তাহার পৌছালে রেলপুলিশ আহত চার রেল কর্মচারীকে ও ১০ সেনা সদস্যকে থানা হেফাজতে নেয় ।
এ ঘটনার সংবাদ পেয়ে বগুড়া সেনানিবাস থেকে এমপি-১১ ব্যাটালিয়নের সিও লেঃ কর্ণেল রাশেদুল আলম এবং পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার (এসআরপি) মো. শাহাবুদ্দীনসহ রেলওয়ে উর্ধতন কর্মকর্তারা সান্তাহার আসেন।
দীর্ঘ বৈঠকের পর সান্তাহার রেল পুলিশ ১০ সেনা সদস্যকে সেনা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। এ ঘটনায় আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি প্রায় দুই ঘণ্টা সান্তাহার জংশন স্টেশনে আটকে থাকে।
সান্তাহার ষ্টেশনের ষ্টেশন মাস্টার হাবিবুর রহমান বলেন, ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, শুক্রবার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোন মামলা দায়ের হয়নি।

Side banner