Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১

বেতাগীতে সাবেক সংসদ সদস্যকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


দৈনিক পরিবার | মো. খায়রুল ইসলাম বিশ্বাস মে ১৭, ২০২৪, ০৩:২৯ পিএম বেতাগীতে সাবেক সংসদ সদস্যকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা, জাসদের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক ও বরগুনা সদর আসনের সাবেক সংসদ সদস্য, দক্ষিণ বাংলার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুজিব বাহিনীর কমান্ডার, প্রখ্যাত রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক অধ্যাপক হুমায়ুন কবির হিরু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৭ মে) রাত ১.০৩ মিনিটে বেতাগী সদর হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যা ও ৮ ভাইবোন সহ অগনিত আত্মীয় স্বজন রেখে যান। তিনি রাজনীতির বাইরেও অসংখ্য সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।
শুক্রবার বাদ আছর বেতাগী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রিয় মর্যাদায় মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

Side banner