গাইবান্ধা সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসক আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতলুবর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান, সদর থানার অফিসের ইনচার্জ মাসুদ রানাসহ সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ, সদর উপজেলার সবগুলো ইউনিয়নের চেয়ারম্যানগণ, বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যম কর্মীরা।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক উপস্থিত দপ্তর প্রধানদের কাছ থেকে তাদের প্রতিষ্ঠানের কার্যক্রমের খোঁজখবর নেন এবং নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন।
আপনার মতামত লিখুন :