Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

কুমিল্লায় সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার ডিসেম্বর ৯, ২০২৫, ০৭:৪৭ পিএম কুমিল্লায় সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে কুমিল্লা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
সভা শুরুর পূর্বে পুলিশ সুপার উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং কুশলাদি বিনিময় করেন। 
সভায় পুলিশ সুপার বলেন, “সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক।” তিনি কুমিল্লা  জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, সাইবার বুলিং প্রতিরোধ, কিশোর গ্যাং দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, যানজট নিরসন, সামাজিক জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে উন্নত পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তিনি সুশাসন প্রতিষ্ঠায় আইনের শাসন বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
এ সময় কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ কুমিল্লা জেলার বিভিন্ন পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Side banner