Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

হোমনায় বাণিজ্য ও কুটির শিল্প মেলা বন্ধ, বিপাকে ব্যবসায়ীরা


দৈনিক পরিবার | মোঃ তপন মিয়া সরকার জানুয়ারি ১, ২০২৬, ০৯:০২ পিএম হোমনায় বাণিজ্য ও কুটির শিল্প মেলা বন্ধ, বিপাকে ব্যবসায়ীরা

কুমিল্লার হোমনায় বিনানুমতিতে বাণিজ্য ও কুটির শিল্প মেলা আয়োজন করায় তা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম জয়পুর গ্রামে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেলাটি বন্ধের নির্দেশ দেন এবং স্থাপনা অপসারণের ব্যবস্থা নেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের ও হোমনা থানার এসআই মো. ইউসুফের নেতৃত্বে পুলিশ ফোর্স উপস্থিত ছিল।
জানা গেছে, উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর গ্রামের কিছু ব্যক্তির সহযোগীতায় চান্দিনা উপজেলার মামুনুর রশিদ নামের এক ব্যক্তি এ মেলার আয়োজন করেন। কিন্ত প্রশাসনের অনুমতি না থাকায় তা বন্ধের নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের। কিন্ত পরবর্তীতে আবার মেলার আয়োজন করার চেষ্টা করেন।
এ বিষয়ে হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শহিদুল ইসলাম জানান, স্থানীয় এলাকাবাসী ও জমির মালিকদের অভিযোগের প্রেক্ষিতে পূর্বে মেলাটি বন্ধ করা হয়েছিল। কিন্তু মেলা কর্তৃপক্ষ প্রশাসনের অনুমতি ছাড়াই পুনরায় স্থাপনা নির্মাণ করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এদিকে ব্যবসায়ীরা বলেন, হঠাৎ করে মেলা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছে মেলা অংশগ্রহণকারী দোকানিরা তারা বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। প্রশাসনের উদ্যোগে মেলা বন্ধ এবং উচ্ছেদের কারণে বড় ধরনের আর্থিক ক্ষতি হওয়ায় দিশেহারা ব্যবসায়ীরা।

Side banner