Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

জয়পুরহাটে মাদক বিরোধী কিশোর কিশোরী সমাবেশ অনুষ্ঠিত


দৈনিক পরিবার | কাজী রেজওয়ান হোসেন সান জুলাই ১৬, ২০২৪, ০৮:৫১ পিএম জয়পুরহাটে মাদক বিরোধী কিশোর কিশোরী সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত মাদক বিরোধী কিশোর কিশোরী সমাবেশ, কুইজ ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাট ও জয়পুরহাট শিল্পকলা একাডেমির সহযোগিতায় রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ, কুইজ ও কনসার্টের আয়োজন করা হয়।
মাদক বিরোধী কিশোর কিশোরী সমাবেশে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, এডিসি মো: রফিকুল ইসলাম, পুলিশ সুপার এ কে এম মামুন খান চিশতী, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এডি রফিকুল ইসলাম।
সমাবেশে মাদকের কুফল এর ভয়াবহতা মাদক ব্যবহারের ফলে পারিবারিক গ্রহণ যোগ্যতা যে ধীরে ধীরে কমতে থাকে, সামাজিক ভাবে ক্ষতির দিক, শারিরিক ও মানসিক ডিপ্রেশন ও ক্ষতি, ধর্মীয়, মনস্তাত্ত্বিক জটিলতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়।
সমাবেশ শেষ আগত কিশোর কিশোরী ও অতিথিবৃন্দ মনোমুগ্ধকর কনসার্ট উপভোগ করেন।

Side banner