নড়াইল জেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে সোমবার সুর্যোদয়ের সাথে সাথে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।
সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক সংগঠন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা অবদানের কথা তুলে ধরেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার কাজী এহসানুল কবীর।
এসময় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: জুবায়ের হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো: জিসান আলী, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, জামায়াতের জেলা আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুসহ বীর মুক্তিযোদ্ধাগণ, শহিদ পরিবারের সদস্যরা, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাদ যোহর শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং জাতির শান্তি, সম্মৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপসানালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।দুপুরে হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
বেলা সোয়া ৩টায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নড়াইল জেলা প্রশাসন ভলিবল দল বনাম নড়াইল পৌরসভা ভলিবল দল প্রীতি ভলিবল ম্যাচ এবং নড়াইল সদর উপজেলা নারী কাবাডি দল বনাম লোহাগড়া উপজেলা নারী কাবাডি দল প্রীতি কাবাডি ম্যাচ অনুষ্ঠিত হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের সমন্বয়ে আড়ম্বরপূর্ণ বিজয় মেলা অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :