Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

মানিকগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার 


দৈনিক পরিবার | মো: আজহার হোসেন ডিসেম্বর ১৭, ২০২৪, ০৫:৩৩ পিএম মানিকগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ও সমাজসেবা অধিদফতরের উপ- পরিচালক মোঃ আফজাল হোসাইন। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ-উল-সাবেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বক্তব্য রাখেন প্রাণীসম্পদ কর্মকর্তা আজিজুল হক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল বাতেন, সহকারি পরিচালক এহিয়াতুজ্জামান, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা মেহেদী মাসুদ, প্রবেশন কর্মকর্তা শাহীনুর ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার, আটিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর এ আলম সরকার, দিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার উদ্দিন আহমেদ রাজা, ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসমত আলীসহ প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ।
বক্তারা বলেন, প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদফতরের নানাবিধ কার্যক্রম চলমান রয়েছে। উপকারভোগীরা যাতে সহজে সুবিধা পেতে পারে সেলক্ষে দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।

Side banner