Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে গরু চোর চক্রের ৩ ডাকাত আটক


দৈনিক পরিবার | সিফাত রানা ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ১০:৫৮ পিএম চাঁপাইনবাবগঞ্জে গরু চোর চক্রের ৩ ডাকাত আটক

চাঁপাইনবাবগঞ্জে গরু চোর চক্রের ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার দাউপুখুরিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাদের করা হয়। এ সময় চোরাইকৃত ৭টি গরু উদ্ধার ও চোরাই কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামাদি জব্দ করে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান পুলিশ সুপার মো. রেজাউল করিম।
আটককৃতরা হচ্ছে- শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের পলাশবাড়ি এলাকার আড়গাড়াহাট গ্রামের মৃত কসিমুদ্দিনের ছেলে কানু ডাকাত (৪৫) ওরফে কান্দু ওরফে কানজু, একই উপজেলার মুসলিমপুর এলাকার মৃত সাজেমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) এবং উপর ধোবড়া এলাকার ইয়াসিন ঘোরামের ছেলে রাকিব (২৫)।
এ সময় তিনি জানান, জেলায় হঠাৎ করে চুরি ডাকাতি বেড়ে যাওয়ায় জেলা পুলিশের একাধিক টিম চোরাইকৃত বিভিন্ন পণ্য ও ডাকাতদের ধরতে জেলাব্যাপি অভিযানে নাম। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম শাকিলের নেতৃত্ত্বাধীন একটি চৌকষ দল মঙ্গলবার রাত ৯টায় জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের পলাশবাড়ি এলাকার আড়গাড়াহাট গ্রামে অভিযান পরিচালনা করে কানু ডাকাতের বসত বাড়ি ঘেড়াও করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরে অবস্থানরত ডাকাত দলের ২/৩ জন পালিয়ে গেলেও কানু ডাকাতসহ শরিফুল ও রাকিবকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে কানু ডাকাতের বসত বাড়ি থেকে ছোট বড় মোট ৭টি গরু উদ্ধার করা হয় এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিকআপ, ১টি সিএনজি ও ১টি মটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ডাকাতরা জেলার বিভিন্ন স্থান থেকে গরু ডাকাতির কথা স্বীকার করেছে এবং শিবগঞ্জ থানার এসআই আব্দুল আলীম বাদী হয়ে তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। তবে আটককৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ডাকাতি, হত্যা, আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার), বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্যসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার রেজাউল করিম।

Side banner