Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

কলাপাড়ায় শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মার্চ ৮, ২০২৫, ০৬:৫৭ পিএম কলাপাড়ায় শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

পটুয়াখালীর কলাপাড়ায় মাদরাসা পড়ুয়া এক কন্যা শিশুকে (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগে এনছান মৃধা ওরফে গেদু (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, সকালে ওই কন্যা শিশুর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, প্রতিবেশী এনছান মৃধার নাতনীর সঙ্গে ওই কন্যা শিশু প্রায়ই তাদের বাড়িতে যাওয়া আসা করত। গত বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে ওই শিশু বরই খেতে এনছান মৃধার বাড়িতে যায়। এ সময় এনছান তাকে বেশি বরই দেওয়ার কথা বলে তাদের উঠানের দক্ষিণ পাশে নিয়ে জড়িয়ে ধরে শরীরের স্পর্শ কাতর স্থানে একাধিকার হাত দিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। 
এ সময় ওই কন্যা শিশু জোরাজুরি করে কোন রকমের তার কাছ থেকে ছুটে দৌড়ে বাড়িতে গিয়ে তার মাকে সব খুলে বলে। কিন্তু বিষয়টি তার মা তেমন গুরুত্ব দেয়নি। গতকাল রাতে ওই শিশুর মা শরীরে এলার্জির মলম লাগাতে গিয়ে বাম পাশের স্তন ফুলা দেখে তাকে চিকিৎসার জন্য হাসাপাতালে নিয়ে আসে। পরে সকালে থানায় মামলা দায়ের করেন।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, আসামিকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

Side banner