Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

কোটালীপাড়ায় দিনদুপুরে ডাকাতি, বাড়িওয়ালার ছেলেকে হত্যা


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মার্চ ১১, ২০২৫, ০৪:৪৩ পিএম কোটালীপাড়ায় দিনদুপুরে ডাকাতি, বাড়িওয়ালার ছেলেকে হত্যা

গোপালগঞ্জের কোটালিপাড়ায় দিনদুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বাড়িওয়ালার একমাত্র ছেলে পিয়াস মজুমদারকে (২২) হত্যা করে ডাকাতরা। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার লাকিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক পল মজুমদার জানান, দিনের বেলা তিনি ও তার স্ত্রী চাকরির সুবাদে গোপালগঞ্জ শহরে যান। এসময় বাড়িতে তার ছেলে একাই থাকেন। আজও ছেলেকে একা বাড়িতে রেখে তারা দুজন কর্মক্ষেত্রে যান। দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি বাড়িতে এসে তার ছেলেকে ডাকাডাকি করেন। তবে সাড়া না পেয়ে ঘরের দরজা খুলে সবকিছু এলোমেলো দেখতে পান। এসময় ছেলেকে বিছানার ওপর কম্বল দিয়ে ঢেকে রাখা অবস্থায় দেখতে পান তিনি। পরে পরিবারের লোকজন পিয়াস মজুমদারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এটিকে চুরির ঘটনা উল্লেখ করে বলেন, বাধা পেয়ে হয়তো তারা ছেলেটিকে হত্যা করেছেন।

Side banner