Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

আড়াইহাজারে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে পুলিশে সোপর্দ 


দৈনিক পরিবার | হাবিবুল্লাহ মীর এপ্রিল ৬, ২০২৫, ০৪:৪৯ পিএম আড়াইহাজারে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে পুলিশে সোপর্দ 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটককৃত মো. বিল্লাল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যাণদী বালিয়াপাড়া এলাকার সাত্তারের ছেলে। 
বিল্লালের স্ত্রী জানান, আগের সংসারের মেয়েকে নিয়ে স্বামী বিল্লালের সাথে ভাড়া বাসায় একই রুমে বসবাস করে আসছিলেন। গত কয়েকদিন আগে স্বামী বিল্লাল সৎ মেয়ের জামাইকে একটি ছবি দেখিয়ে দ্রুত তা ডিলিট করে দেয়। ২ দিন পর মোবাইলে সেই ছবি খোঁজতে গিয়ে মেয়ে ও সৎ বাবার আপত্তিকর ছবি দেখতে পায়। 
সৎ মেয়ের স্বামী বিষয়টি পরিবারের সদস্যদের জানান। ঘটনা জানাজানি হলে ধর্ষক বিল্লাল পালিয়ে যায়। শনিবার সন্ধ্যায় বিল্লাল নিজ বাড়িতে আসলে এলাকাবাসীর সহায়তায় বিল্লালের স্ত্রী তাকে আটক করে পুলিশে খবর দেয়। 
এসময় বিল্লাল স্বীকার করে পরিবারের সদস্যদের চেতনা নাশক ঔষধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণ করেছে। সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিল্লালকে আটক করে থানায় নিয়ে আসে।

Side banner