সোনালী ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি সোনালী ইনভেস্টমেন্ট পিএলসির ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) ব্যাংকের প্রধান কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন সোনালী ইনভেস্টমেন্ট পিএলসির চেয়ারম্যান এবং সোনালী ব্যাংক পিএলসির এমডি ও সিইও মো. শওকত আলী খান।
সভায় উপস্থিত ছিলেন, সোনালী ইনভেস্টমেন্ট পিএলসির পরিচালক সুভাষ চন্দ্র দাস, মো. ইকবাল হোসেন, শেয়ারহোল্ডার প্রতিনিধি মো. নূরুন নবী, সোনালী ইনভেস্টমেন্ট পিএলসির সিইও আশরাফুল হায়দার চৌধুরী প্রমুখ।
এছাড়া ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অংশগ্রহণ করেন সোনালী ইনভেস্টমেন্ট পিএলসির পরিচালক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মিজানুর রহমান।
আপনার মতামত লিখুন :